মানিকগঞ্জে দুই হাজার পরিবারকে ত্রাণ

বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় মানিকগঞ্জে গতকাল মঙ্গলবার দুই হাজার বন্যার্ত পরিবার সহায়তা পেয়েছে। বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ঘিওর উপজেলার নালি ও বানিয়াজুড়ি ইউনিয়নে এ ত্রাণ সহায়তা দেওয়া হয়। প্রতিটি পরিবার পেয়েছে চাল, ডাল, তেল, চিঁড়া, গুড়, বোতলজাত পানি ও জরুরি ওষুধ।
মানবিক সহায়তার এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহবুব মোর্শেদ হাসান রুনু। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, জেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মাহাবুবুল আলম জনি প্রমুখ।
উপস্থিত সাংবাদিকদের মাহবুব মোর্শেদ হাসান রুনু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গতদের সহায়তায় সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি সহায়তার হাত বাড়িয়ে দিতে বলেছেন। বসুন্ধরা গ্রুপ অত্যন্ত আন্তরিকতা নিয়ে সেই আহ্বানে সাড়া দিয়েছে। কারণ বসুন্ধরা গ্রুপ কাজ করে দেশ ও মানুষের কল্যাণে। কেবল কথায় নয়, আমরা কাজের মাধ্যমে তা প্রমাণ করেছি। বসুন্ধরা গ্রুপ সব সময় দেশের মানুষের পাশে থেকেছে, থাকবে। এটা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের চিন্তার ফসল। বসুন্ধরা গ্রুপ শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা, সংস্কৃতিসহ সকল ক্ষেত্রে সহায়তা দিয়ে আসছে। এখন সারা দেশে বন্যার্তদের মধ্যে বসুন্ধরা গ্রুপের ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।’
সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘মানিকগঞ্জে বসুন্ধরা গ্রুপের সহযোগিতা এই প্রথম নয়। সব সময় সঠিক সময় তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকে। তাদের সহযোগিতায় এলাকার দুস্থদের কষ্ট অনেকটাই লাঘব হয়। এ জন্য বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন যেকোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা অর্জন করেছে।
ডিজিটাল বাংলাদেশে এখন আগেভাগেই দুর্যোগ পরিস্থিতি জানা যায়। ফলে সেই দুর্যোগ মোকাবেলার আগাম পরিকল্পনাও নেওয়া যায়। প্রধানমন্ত্রীর আহ্বান ও নেতৃত্বে বর্তমান দুর্যোগ মোতাবেলায় সবাই এগিয়ে আসছে। বসুন্ধরা গ্রুপের ত্রাণ কার্যক্রম তারই একটি প্রমাণ।’