মতলবে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন

চাঁদপুরের মতলবে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাতে মতলব ওয়ালীউল্লাহ পাটোয়ারী মিলনায়তনে স্থানীয় এক্সক্লুসিভ ডিলার মেসার্স আবুল খায়ের সিদ্দিকীর সহযোগিতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার শতাধিক রাজমিস্ত্রি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের উপমহাপরিচালক সরোজ কুমার বড়ুয়া। অন্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগীয় বিক্রয় ব্যবস্থাপক মোহাম্মদ আলী খান।
চাঁদপুরের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক শরীফুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের গুণগত মান এবং এই সিমেন্টের স্থায়িত্ব নিয়ে রাজমিস্ত্রিদের ধারণা দেন প্রকৌশলী শরীফুল ইসলাম ও প্রকৌশলী তৌফিকুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্ট দিয়ে দেশের বড় বড় সব সেতু, অ্যাপ্রোচ সড়ক, উড়াল সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ বিষয়ে অংশগ্রহণকারী রাজমিস্ত্রিদের অবহিত করেন। অনুষ্ঠানে রাজমিস্ত্রিদের প্রীতিভোজ এবং উপহার সামগ্রী বিতরণ করা হয়।