ভৈরবে বসুন্ধরা টিস্যুর ট্রেড স্কিম উদ্যাপন

কিশোরগঞ্জের ভৈরবে বসুন্ধরা টিস্যু পণ্যের ট্রেড স্কিম-২০১৬-এর সাফল্য উদ্যাপন করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে ভৈরবের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা পেপার মিলসের উপমহাব্যবস্থাপক মো. গোলাম সারওয়ার নৌশাদ।
ভৈরবের জামান অ্যান্ড কম্পানির পরিবেশক মো. আরবুজ্জামান আপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা পেপার মিলসের ব্যবস্থাপক মো. শাহিদুর রহমান, নরসিংদীর দুর্জয় এন্টারপ্রাইজের পরিবেশক আনোয়ার হোসাইন তালুকদার পিন্টু ও আশুগঞ্জের শাহীন ট্রেডার্সের পরিবেশক মো. শাহীনুল ইসলাম শাহীন।
আলোচনা শেষে উপস্থিত পরিবেশকদের মাঝে র্যাফল ড্রর মাধ্যমে ১০ জনকে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। পরে অংশগ্রহণকারীদের জন্য ইফতার ও ডিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভৈরব, নরসিংদী ও আশুগঞ্জের ১৬০ জন সফল ব্যবসায়ী অংশগ্রহণ করেন।