Pre-loader logo

বিনামূল্যে আরও ৩১ জনের অপারেশন

বিনামূল্যে আরও ৩১ জনের অপারেশন

কুষ্টিয়ার শিবপুরের কাজলা বিবি (৫৫)। কয়েক বছর আগে চোখে ছানি সমস্যা দেখা দিলেও চিকিৎসা করার মতো সামর্থ্য ছিল না তার। এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা চক্ষু হাসপাতাল এবং দোয়ারকা দাস ওয়েলফেয়ার সোসাইটি। বসুন্ধরা চক্ষু হাসপাতাল এবং রিসার্চ ইনস্টিটিউটের মানবসম্পদ এবং প্রশাসন বিভাগের ম্যানেজার মোহাম্মদ আহসান হাবিব জানান, হাসপাতালে শুধু চোখের অপারেশনই নয়, রোগীদের ওষুধ-খাওয়া-থাকা সব ব্যবস্থাই করা হয়েছে বিনামূল্যে। কাজলা বিবির মতো আরও ৩০ জনের অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ২৯ জনের চোখের ছানি ও দুজনের নেত্রনালি অপারেশন করা হয়।
বসুন্ধরা চক্ষু হাসপাতাল ও রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. মো. সালেহ আহমদের তত্ত্বাবধানে দেশের বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সে অনুযায়ী কুষ্টিয়ার হরিনারায়ণপুরে দোয়ারকা দাস ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে প্রায় ১ হাজার ৬০০ রোগী সেবা নিতে আসে। এদের মধ্যে থেকে ১৪০ জনের চোখে বিভিন্ন সমস্যায় অপারেশন করার জন্য নির্বাচন করা হয়।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.