বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার মিয়ারহাট বন্দরে বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে রাজমিস্ত্রি সম্মেলন হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ সম্মেলনে প্রায় দুই শতাধিক রাজমিস্ত্রি অংশ নেন। অনুষ্ঠানে দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বসুন্ধরা সিমেন্টের গুণগত মান এবং নির্মাণ কাজে প্রযুক্তিগত দিকগুলো সম্পর্কে ধারণা দেওয়া হয়। পরে দুস্থ রাজমিস্ত্রিদের আর্থিক সহায়তা দেওয়া হয়।
সিমেন্ট ব্যবসায়ী নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ মো. আবদুল হক, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী রবীন্দ্র নাথ ঢালী, ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন, বসুন্ধরা সিমেন্টের সহ-জেনারেল ম্যানেজার (সেলস্) আবদুল লতিফ, ডিভিশনাল ম্যানেজার (সেলস্) কবির আহাম্মেদ প্রমুখ।