বসুন্ধরা সিমেন্টের ইফতার ময়মনসিংহ ও রাজবাড়ীতে

ময়মনসিংহ ও রাজবাড়ীতে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ডিলার, রিটেইলার ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ : ময়মনসিংহে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের হোটেল সিলভার ক্যাসেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপ, সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসাইন, এজিএম মো. পলাশ আখতার, ম্যানেজার মার্কেটিং ফাংশন মো. সাইফুল ইসলাম রুবেল, ডিভিশনাল সেলস ইনচার্জ মো. আতিকুর রহমান প্রমুখ। মাহফিলে তিন শতাধিক ডিলার, রিটেইলার ও ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
রাজবাড়ী : বসুন্ধরা সিমেন্টের আয়োজনে রাজবাড়ী জেলা শহরের রত্না কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা সিমেন্টের রাজবাড়ীর ডিলার ডিউক এন্টারপ্রাইজের সহযোগিতায় আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ডেপুটি সেলস ম্যানেজার বিপ্লব হোসেন। উপস্থিত ছিলেন এরিয়া সেলস ম্যানেজার মো. হাফিজুল ইসলাম, রাজবাড়ীর সেলস এক্সিকিউটিভ মাসুদ সালাউদ্দিন, ডিলার রইচ উদ্দিন আহম্মেদ ডিউকসহ জেলা শহরের ৫০ জন পরিবেশক ও খুচরা বিক্রেতা।