বসুন্ধরা সিটি শপিংমলের মেগা গিফট বিতরণের সমাপনী অনুষ্ঠান

‘বসুন্ধরা সিটি এক ঘষাতেই দারুণ ঈদ’ শীর্ষক স্ক্রাচ কার্ড ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্প্রতি সৌভাগ্যবান ক্রেতাদের হাতে তুলে দেয়া হলো আকর্ষণীয় সব মেগা গিফট। যার মধ্যে ছিলÑ টয়োটা ভায়োস কার, ডায়মন্ড সেট, চেরি কার, কাপল থাইল্যান্ড ট্রিপ, মোটরবাইক, এমপোরিও আরমানি রিস্টওয়াচ ও এয়ারকন্ডিশনারস। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের (বিসিডিএল) হেড অব মার্কেটিং এম এম জসীম উদ্দীন। স্বাগত বক্তব্য দেন বসুন্ধরা সিটি দোকান মালিক সমিতির প্রেসিডেন্ট এম এ হান্নান আজাদ, সমাপনী বক্তব্য দেন বিসিডিএলের ইনচার্জ ও সিনিয়র অ্যাডভাইজার (টেকনিক্যাল) টু চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপ টিআইএম লতিফুল হোসেন।