Pre-loader logo

বসুন্ধরা সিটির ঈদ শপিং স্ক্র্যাচ কার্ড ‘বাজিমাত’ উদ্বোধন

বসুন্ধরা সিটির ঈদ শপিং স্ক্র্যাচ কার্ড ‘বাজিমাত’ উদ্বোধন

ঈদ উপলক্ষে ক্রেতাদের জন্য বসুন্ধরা সিটির লোভনীয় অফার ঈদ শপিং স্ক্র্যাচ কার্ড ‘বাজিমাত’ ২০১৮-এর ২৩তম আয়োজনের উদ্বোধন হলো গতকাল বসুন্ধরা সিটিতে। মনোজ্ঞ এই অনুষ্ঠান উদ্বোধন করেন বসুন্ধরা সিটির ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক শেখ আবদুল আলীম। উপস্থিত ছিলেন বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ-এর সেলস মার্কেটিং প্রধান এম এম জসীম উদ্দীন এবং বসুন্ধরা সিটির ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং জিএম আসিফ ফেরদৌস। এ বছর ১০০০ টাকার পণ্য কিনলেই একটি স্ক্র্যাচ কার্ড দেওয়া হবে। কার্ডটি ঘষলেই ক্রেতাদের রয়েছে বাজিমাত করার সুযোগ। মোট ১ লাখ ৩০ হাজার গিফট সম্ভার এবারের স্ক্র্যাচ কার্ড প্রোগ্রামে রাখা হয়েছে। প্রাইভেট কার (টয়োটা এক্সিও), ছয়টি মোটরবাইক (ইয়ামাহা), থাইল্যান্ড ভ্রমণ (যুগল), হাতঘড়ি, ফ্রিজ (মিনিস্টার), এলইডি টিভি (৩২ ইঞ্চি), ডায়মন্ড রিং, স্মার্ট ফোন, ব্লেন্ডার মেশিন, রাইস কুকার, ইলেকট্রিক আয়রন, কফি মগ, ২ হাজার ৫০ টাকার টগি ওয়ার্ল্ড গিফট কুপন, বসুন্ধরা টিস্যু ভ্যালু প্যাক, বসুন্ধরা ফুড ভ্যালু প্যাক, বসুন্ধরা নুডলস ও ১০০ টাকা মূল্যের প্রাইজবন্ডসহ নানা পুরস্কার রাখা হয়েছে আয়োজনে।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.