বসুন্ধরা সিটিতে যাত্রা করল থিম পার্ক ‘টগি ওয়ার্ল্ড’

শিশুদের বিনোদনের জন্য বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা করল দেশের বৃহত্তম ইনডোর থিম পার্ক ‘টগি ওয়ার্ল্ড’। গতকাল বসুন্ধরা সিটির লেভেল ৮-এ এই থিম পার্কের উদ্বোধন করা হয়। বসুন্ধরা গ্রুপের ভারপ্রাপ্ত সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শেখ আবদুল আলিমের সভাপতিত্বে প্রখ্যাত চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন কালের কণ্ঠ সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা মনোয়ার বলেন, ‘আমাদের শৈশব ছিল দুরন্ত। মাঠে-ঘাটে সারা দিন খেলে বেড়াতাম। কিন্তু এখন শিশুদের সে সুযোগ নেই। মাথার ওপর সারাক্ষণ জিপিএ’র চাপ। তাই শিশুদের আনন্দ-বিনোদনের জন্য এটা ভালো উদ্যোগ। শিশুদের প্রতিযোগিতায় নামিয়ে তাদের সৃজনশীলতা নষ্ট করা যাবে না। আর শিশুদের সব সময় হালকা সহজ রং পছন্দ। তাই শিশুদের ক্ষেত্রে রঙের ব্যবহারে সতর্ক হতে হবে।’ ইমদাদুল হক মিলন বলেন, ‘এখন শিশুদের খেলার জন্য মাঠ নেই। তাদের খেলাধুলা, আনন্দ-বিনোদনের জায়গা নেই। এই আনন্দগুলো শিশুদের জীবন থেকে হারিয়ে গেছে। তাই তাদের বিনোদিত করতে, শৈশবের খুশিকে ফিরিয়ে দিতে এই পার্ক ভূমিকা রাখবে। শিশুদের কাঁধ থেকে ভারী ব্যাগের বোঝা নামিয়ে হাসি-খুশি-আনন্দে বড় করতে হবে।’ বসুন্ধরা সিটির ৩৭ হাজার বর্গফুট এলাকাজুড়ে সাজানো এই পার্কে রয়েছে ১৫টি আকর্ষণীয় রাইড, ৪৩টি গেমস ও কিডস-ভিআইপি বোলিং। রাইডগুলোর ফি ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। উদ্বোধনী দিনে শিশুদের জন্য ফ্রি ছিল রাইডগুলো। নতুন রাইডে উঠে এবং গেমস খেলে মজা করছিল শিশু শুভ দ্বীপ দে। রাইডগুলো কেমন লাগছে— জানতে চাইলে সে বলে, ‘এখানকার অনেক রাইড একদম নতুন। এর আগে কখনো দেখিনি। আর গেমসগুলোও অনেক মজার। আমি এ পর্যন্ত ৫টি রাইডে উঠেছি এবং বেশ কয়েকটি গেমস খেলেছি।’ সরেজমিন দেখা গেছে, বিভিন্ন রকমের রাইড ও গেমস পরিকল্পনামাফিক সাজিয়ে আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন করে সাজানো হয়েছে থিম পার্কটিকে। ফলে খুব সহজেই শিশুদের দৃষ্টি কাড়ছে খেলাগুলো, আনন্দে মেতে উঠছে তারা।