Pre-loader logo

বসুন্ধরা সিটিতে ঈদ র‌্যাফল ড্র সম্পন্ন

বসুন্ধরা সিটিতে ঈদ র‌্যাফল ড্র সম্পন্ন

জমকালো আয়োজনে বসুন্ধরা সিটি গ্র্যান্ড ঈদ র‌্যাফল ড্র-২০১৫ সম্পন্ন হয়েছে। এতে প্রথম পুরস্কার ব্র্যান্ড নিউ টয়োটা ভিআইওএস-১৫০০ সিসি কার জিতেছেন ‘ডব্লিউ-১৪৫৮০১’ নম্বর কুপনধারী ক্রেতা। ‘ই-২৪৭৮৭৮’ কুপনধারী ক্রেতা পেয়েছেন দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ডায়মন্ড সেট। তৃতীয় পুরস্কার চেরি কিউকিউ-৩ কার ৮১২ সিটি জিতেছেন ‘কে-১৯১২২৪’ নম্বরধারী কুপনের ক্রেতা।
গতকাল বিকেলে বসুন্ধরা সিটির লেভেল-১ এর এট্রিয়াময়ে ড্র অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হয়। বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত চলে ড্রয়ের প্রথম পর্ব। দিনব্যাপী র‌্যাফল ড্র অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। এটি ছিল র‌্যাফল ড্রয়ের ২০তম আসর। এ বছর দেয়া হয় ১১টি মেগা ও ১০৯টি সুপারসহ মোট ১২০টি পুরস্কার।
‘এ-১৬৮২৯৪’ কুপনধারী ক্রেতা পেয়েছেন চতুর্থ পুরস্কার পাঁচ ভরি স্বর্ণের গয়না। আর পঞ্চম পুরস্কার কক্সবাজারে তিন দিনের ট্যুর প্যাকেজ জিতেছেন ‘ই-২৪৪৫১২ নম্বর কুপনধারী। ‘কিউ-১৯৪৮৯৩’ জিতেছেন ষষ্ঠ পুরস্কার তিন ভরি ওজনের স্বর্ণের গয়না, সপ্তম পুরস্কার মাহেন্দ্র ১১০ সিসি স্কুটার পেয়েছেন ‘এম-১২৪০৭৫’ নম্বর কুপনধারী। ‘জেড-২৯৭২৪১’ নম্বরধারী কুপনের ক্রেতা জিতেছেন অষ্টম পুরস্কার মাহেন্দ্র ১১০ সিসি মোটরসাইকেল।
ড্র অনুষ্ঠানে অতিথি ছিলেন সঙ্গীতজ্ঞ ও গবেষক মুস্তাফা জামান আব্বাসী। সম্মানিত অতিথি ছিলেন সঙ্গীতশিল্পী খুরশিদ আলম ও অভিনেত্রী এম এস সাবেরী আলম। বসুন্ধরা সিটি শপিংমল দোকান মালিক সমিতির সভাপতি এম এ হান্নান আজাদ ও সিনিয়র সহসভাপতি মো: গোলাম মৌলা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের ঊর্ধ্বতন কারিগরি উপদেষ্টা ও বসুন্ধরা সিটির ইনচার্জ টিআইএম লতিফুল হোসেনসহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.