বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের টগি ক্রিসপি ক্র্যাকার্স

বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ক্রেকার্সের যাত্রা শুরু করল ‘টগি ক্রিসপি ক্র্যাকার্স’। ‘নিউট্রিশান ফর হেলদি লাইফ’ এই সেøাগানে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিএফবিআইএল), বাজারে তার স্ন্যাকস লাইনের পণ্যের সাথে নতুন ব্র্যান্ড হিসেবে যুক্ত হলো ‘টগি ক্রিসপি ক্র্যাকার্স’।
এ উপলক্ষে গতকাল বসুন্ধরা সিটি শপিংমলের লেভেল ওয়ানে এক উদ্বোধনীর আয়োজন করা হয়।
বসুন্ধরা সিটিতে অবস্থিত ছোটদের ইনডোর থিম পার্ক টগি ওয়ার্ল্ডের নামানুষারে ‘টগি ক্রিসপি ক্র্যাকার্স’-এর নামকরণ করা হয়েছে। বসুন্ধরার এই স্ন্যাকস ক্যাটাগরির মধ্যে রয়েছে ইনস্ট্যান্ট নুডলস, স্টিক নুডলস, পাস্তা ইত্যাদি। উন্নত কাঁচামাল, আন্তর্জাতিক মান নির্ধারণের নিশ্চয়তায় বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ।
উদ্বোধন অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেনÑ বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের সেলস অ্যান্ড মার্কেটিং হেড এম এম জসীম উদ্দীন, জেড এম আহমেদ প্রিন্স (হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট, সেক্টর-এ), বসুন্ধরা সিটির ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক শেখ আবদুল আলীমসহ বসুন্ধরা গ্রুপের আরো অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় পরিবেশক ও গণ্যমান্য ব্যক্তিরা।