Pre-loader logo

বসুন্ধরা ফুডের ‘টগি ক্রিসপি ক্রাকার্স’র যাত্রা শুরু

বসুন্ধরা ফুডের ‘টগি ক্রিসপি ক্রাকার্স’র যাত্রা শুরু

বাংলাদেশে একমাত্র ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি ক্রেকার্স ‘টগি ক্রিসপি ক্র্যাকার্স’ এর যাত্রা শুরু হল। ‘নিউট্রিশান ফর হেলদি লাইফ’ স্লোগানে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (বিএফবিআইএল) নতুন ব্র্যান্ড হিসেবে যুক্ত হল ‘টগি ক্রিসপি ক্র্যাকার্স’। এ উপলক্ষে ৫ জুলাই বসুন্ধরা সিটি শপিংমলের লেভেল ওয়ানে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত ছোট থেকে তরুণ বয়সীদের স্বাদ ও স্বাস্থ্যগত দিক বিবেচনায় রেখে এ নতুন পণ্যটি বাজারে এনেছে বসুন্ধরা গ্রুপ।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.