Pre-loader logo

বসুন্ধরা পেপার মিলসের সঙ্গে চুক্তি জেমস ক্লিপের

বসুন্ধরা পেপার মিলসের সঙ্গে চুক্তি জেমস ক্লিপের

টিস্যু ও পেপার পণ্যের শীর্ষস্থানীয় মার্কেটিং এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের সঙ্গে জেমস ক্লিপ ডটকমের চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তি অনুযায়ী অফিস সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান জেমস ক্লিপ তাদের ওয়েব সাইটের (www.gemsclip.com) মাধ্যমে বসুন্ধরা পেপার মিলসের টয়লেট্রিজ ও গৃহস্থালি পণ্য সরাসরি গ্রাহকের কাছে বিক্রি করতে পারবে। গতকাল রাজধানীর বসুন্ধরায় পেপার মিলসের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে পেপার মিলস লিমিটেডের পক্ষে ডেপুটি মহাব্যবস্থাপনা পরিচালক মো. মোস্তাফিজুর রহমান ও জেমস ক্লিপের সিইও মো. মনোয়ার হোসেন স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন, বসুন্ধরা পেপার মিলসের হেড অব সেলস মো. মাসুদুজ্জামান, করপোরেট সেলস এজিএম মো. খালেদ কাওসার প্রমুখ।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.