বসুন্ধরা পেপারের ২০% নগদ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ২০১৭-১৮ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। গতকাল মঙ্গলবার কম্পানিটির পর্ষদ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই অর্থবছরে কম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৪.৬৩ টাকা। আর চলতি বছরের ৩০ জুন পর্যন্ত শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) ৪৯.১৮ টাকা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য আলোচ্য বিষয়গুলো শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনের জন্য আগামী ২২ নভেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।