বসুন্ধরা টিস্যুর সাফল্য উদযাপন

বসুন্ধরা টিস্যু পণ্যের ট্রেড স্কিম ২০১৬ এর সাফল্য উপলক্ষে জামালপুরে বসুন্ধরা টিস্যুর পরিবেশক ও খুচরা ব্যবসায়ীদের নিয়ে ইফতার, ডিনার ভোজ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় এক অভিজাত হোটেল জেএফসিতে পরিবেশক আব্দুস শহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা টিস্যুর এজিএম সেলস আব্দুল মান্নান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ময়মনসিংহ অঞ্চলের ডেপুটি ম্যানেজার খায়রুল ইসলাম, জামালপুরের এরিয়া ম্যানেজার কামরুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জামালপুর, শেরপুর, বকশীগঞ্জ, সরিষাবাড়ির পরিবেশক ছাড়াও শতাধিক খুচরা ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
টাঙ্গাইল : বসুন্ধরা টিস্যু পণ্যের ট্রেড স্কিম-২০১৬ এর সাফল্য উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে টাঙ্গাইলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসুন্ধরা পেপার মিলস লিমিটেড টাঙ্গাইল শহরের সুগন্ধা রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক গোলাম সরওয়ার নওশাদ। অতিথি উপস্থিত ছিলেন বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের এজিএম কাজী ইমদাদুল হক ও আবদুল মান্নান, ডেপুটি ম্যানেজার খায়রুল ইসলাম, এরিয়া সেলস ম্যানেজার রাকিবুর রহমান। অনুষ্ঠানে টাঙ্গাইলে বসুন্ধরা টিস্যু পণ্যের ডিলার ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে র্যাফেল ড্র’র মাধ্যমে ২৫ ব্যবসায়ীকে পুরস্কৃত করা হয়। পরে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।