বসুন্ধরা কিংসের ট্যালেন্ট হান্ট

ফুটবলের মান ও হারানো জনপ্রিয়তা ফিরিয়ে আনতে বসুন্ধরা কিংস ট্যালেন্ট হান্ট কর্মসূচি হাতে নিয়েছে। গত ফেব্রুয়ারি মাসে আট বিভাগের ৫ হাজার কিশোর ফুটবলার নিয়ে অনূর্ধ্ব-১৭ ক্যাম্পের প্রথম পর্ব শুরু হয়েছিল। সেখান থেকে ২২২ জন খেলোয়াড়কে নিয়ে গতকাল থেকে দ্বিতীয় পর্যায়ে ক্যাম্প শুরু হয়। ১১ দিনব্যাপী বসুন্ধরা আবাসিক এলাকার ক্লাবের নিজস্ব্ব মাঠে প্রশিক্ষণ চলবে। শফিকুল ইসলাম মানিকের প্রশিক্ষণে এই ক্যাম্প চলছে। দ্বিতীয় রাউন্ড থেকে ৫০ জন খেলোয়াড় বাছাই করা হবে। পরবর্তীতে চূড়ান্তভাবে গঠন করা হবে বসুন্ধরা কিংস জুনিয়র ফুটবল দল। উল্লেখ্য, চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়ে বসুন্ধরা কিংস এবার পেশাদার লিগ খেলবে। অভিষেক আসরেই তারা দেশি-বিদেশি খেলোয়াড় নিয়ে শক্তিশালী দল গড়তে যাচ্ছে।