Pre-loader logo

বসুন্ধরা কাবাডির ফাইনাল আজ

বসুন্ধরা কাবাডির ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক : বসুন্ধরা গ্রুপ স্বাধীনতা কাপ কাবাডির পর্দা নামছে আজ। গতকাল সেমিফাইনাল নিশ্চিত করে খুলনা, সিলেট ও কুড়িগ্রাম জেলা দল। আজ পল্টন শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ফাইনালও একই দিন বিকেল ৪টায়। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ও কাবাডি ফেডারেশনের সভাপতি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
গতকালের খেলায় বগুড়া জেলা দল ২০ পয়েন্টে হারায় ময়মনসিংহকে। এ ছাড়া কুড়িগ্রাম ১২ পয়েন্টে মাদারীপুরকে, সিলেট ১০ পয়েন্টে খুলনাকে, বরিশাল ২০ পয়েন্টে চট্টগ্রামকে, সিলেট ২ পয়েন্টে বগুড়াকে, খুলনা ৫৭ পয়েন্টে ময়মনসিংহকে আর ২৪ পয়েন্টে কুড়িগ্রাম হারায় চট্টগ্রাম জেলা দলকে। দিনের সবচেয়ে বড় জয়টি ময়মনসিংহের বিপক্ষে খুলনারই। এবারের টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশীও তারা।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.