বসুন্ধরা কাপ গলফ

শেষ হয়েছে বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় রংপুর গলফ ক্লাব মাঠে অনুষ্ঠিত ‘বসুন্ধরা কাপ গলফ টুর্নামেন্ট’। তিন দিনব্যাপী অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় গত পরশু রাতে। ছবিতে বিজয়ীদের সঙ্গে রংপুর গলফ ক্লাবের সভাপতি ও রংপুর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মাসুদ রাজ্জাক ও বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা কর্নেল (অব.) খন্দকার আব্দুল ওয়াহিদ।