বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার নোয়াখালী ও ফরিদপুরে

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার নোয়াখালী ও ফরিদপুরে বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা এলপি গ্যাস কর্তৃপক্ষ থেকে পরিবেশকদের রাষ্ট্রীয় নীতিমালা মেনে চলে সবার জন্য নিরাপদ এবং পরিবেশবান্ধব ব্যবসায় পরিচালনা করার আহ্বান জানানো হয়। এ ছাড়া অসাধু লোভাতুর চক্র যেন ব্যবসায়ীদের প্রতারিত করতে না পারে সেদিকে গুরুত্বারোপ করা হয়।
নোয়াখালী : নোয়াখালীর গ্রিন হলে বসুন্ধরা এলপি গ্যাসের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী অঞ্চলের শতাধিক পরিবেশক ও রিটেইলার।
অনুষ্ঠানে বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সেলস হাবিবুর রহমান। আপ্যায়ন ও শুভেচ্ছা উপহার বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
ফরিদপুর : ফরিদপুরের বার্বাডোজ ফুড চায়নিজ অ্যান্ড পার্টি সেন্টারে বসুন্ধরা এলপি গ্যাসের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের শতাধিক পরিবেশক ও রিটেইলার।