বসুন্ধরা এমডিকে সাংবাদিক ইউনিয়নের ফুলেল শুভেচ্ছা

বসুন্ধরা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে (মাঝে) ফুলেল শুভেচ্ছা জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শাবান মাহমুদ (ডানে) ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী (বাঁ থেকে দ্বিতীয়)। গতকাল বিকেলে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স রুমে শুভেচ্ছা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম (ডান থেকে দ্বিতীয়) ও পত্রিকার বাণিজ্যিক উপদেষ্টা খন্দকার কামরুল হক শামীম (বাঁয়ে)। এ সময় বসুন্ধরা গ্রুপের এমডি সাংবাদিকদের সুখ-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করে জাতীয় উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখার অনুরোধ জানান। উল্লেখ্য, ডিইউজে ও সিইউজে সভাপতি দুজনই বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি।