বসুন্ধরা আই হসপিটালের আয়োজনে ফ্রি চক্ষু ক্যাম্প

বসুন্ধরা আই হসপিটালের আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলশানে কালাচাঁদপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে গতকাল চিকিৎসা সেবা দেওয়া হয়। ভিশন কেয়ার ফাউন্ডেশনের সহযোগিতায় এই চক্ষুসেবা কার্যক্রমের উদ্বোধন করেন বসুন্ধরা আই কেয়ার ফাউন্ডেশনের পরিচালক ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. সালেহ আহমেদ। সারা দিনে ২৩০ জন চক্ষুরোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে পাঁচজনকে আগামী ১৬ আগস্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা আই হসপিটালে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে।