বসুন্ধরার ত্রাণ পেল মানিকগঞ্জের এক হাজার পরিবার

বসুন্ধরা গ্রুপের চলমান ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় মানিকগঞ্জে আরো এক হাজার বন্যার্ত পরিবার সহায়তা পেয়েছে। ঘিওর উপজেলার সিংজুড়ি ইউনিয়নে গতকাল শুক্রবার এই ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। প্রতিটি পরিবার পেয়েছে চাল, ডাল, তেল, চিঁড়া, গুড়, বোতলজাত খাবার পানি, জরুরি ওষুধসহ প্রায় ১৫ কেজি ওজনের ত্রাণ।
বসুন্ধরা গ্রুপের প্রধান উপদেষ্টা মাহাবুব মোর্শেদ হাসান রুনু উপস্থিত থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মাহাবুবুল আলম জনি, ঘিওর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম মিন্টু ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মমিন উদ্দিন খান।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে সংক্ষিপ্ত বক্তব্যে মাহাবুব মোর্শেদ হাসান রুনু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বসুন্ধরা গ্রুপ বন্যার শুরু থেকেই ত্রাণ সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে। কেবল এই বন্যা নয়, যেকোনো দুর্যোগে বসুন্ধরা গ্রুপ অসহায়ের পাশে থাকে। বসুন্ধরা গ্রুপের স্লোগান—দেশ ও মানুষের কল্যাণে। দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই বসুন্ধরা গ্রুপ সব সময় দেশের মানুষের পাশে থাকছে। গরিব মানুষের জন্য হাসপাতাল স্থাপন করে বিনা পয়সায় চিকিৎসা সেবা দিচ্ছে। বিনা সুদে ঋণ দিয়ে অবলম্বনহীন মানুষকে স্বাবলম্বী করছে। এটা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের চিন্তার ফসল। তাঁর টার্গেট দেশের প্রতিটি মানুষকে কর্মক্ষম করে গড়ে তুলে স্বাবলম্বী করা। সে লক্ষ্যেই কাজ করে চলেছে বসুন্ধরা গ্রুপ।’
সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় বসুন্ধরা গ্রুপ ও এর চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘তাঁদের সহযোগিতায় মানিকগঞ্জে ২৪টি ইউনিয়নে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এতে এই গরিব এলাকার মানুষের বিরাট উপকার হয়েছে।’ তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন যেকোনো দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জন করেছে। ডিজিটাল বাংলাদেশ এখন আগেভাগেই দুর্যোগ পরিস্থিতি সম্পর্কে জানতে পারে। ফলে সেই দুর্যোগ মোকাবেলার আগাম পরিকল্পনাও নিতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বগুণে দুর্যোগ মোকাবেলায় সবাই এগিয়ে এসেছে। বসুন্ধরা গ্রুপের ত্রাণ কার্যক্রম তারই প্রমাণ।’