বরিশাল ও ফরিদপুরে কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা

বরিশাল ও ফরিদপুরে বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলসের কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে কিং ব্র্যান্ড সিমেন্টের বরিশালের পরিবেশক মেসার্স হাওলাদার আয়রন স্টোরের আয়োজনে নগরের হাটখোলা এলাকায় এ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বরিশাল অফিস জানায়, মেসার্স হাওলাদার আয়রন স্টোরের স্বত্বাধিকারী এবং বরিশাল সিমেন্ট ও রড ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল হোসেন হুমায়ুন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর জানান, ফরিদপুরে কিং ব্র্যান্ড সিমেন্টের হালখাতা অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার। সেদিন দুপুরে শহরের ঝিলটুলী এলাকার আলাউদ্দিন কমিউনিটি সেন্টারে সনি ভাণ্ডারের উদ্যোগে এ হালখাতা অনুষ্ঠিত হয়।