বরিশালে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ইফতার মাহফিল

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল সোমবার বরিশালের গ্র্যান্ড পার্ক হোটেলে বসুুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (বাল্ক সেলস) আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভোগ্য পণ্যের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের বাল্ক সেলসের কর্মকর্তারা। তাঁরা আগত অতিথিদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। ইফতার উপলক্ষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বসুন্ধরা গ্রুপের পণ্য কিভাবে ব্যবসায়ীদের কাছে জনপ্রিয় করে তোলা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা। আপ্যায়ন ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।