বগুড়ায় ইস্ট ওয়েস্ট মিডিয়া প্রেসের ভবন নির্মাণ কাজ শুরু

বগুড়ায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ছাপাখানা স্থাপনের জন্য ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শহরের ২য় বাইপাস সড়কের কালিবালা এলাকায় সোমবার বেলা ১১টায় উত্তরাঞ্চলের জন্য প্রিন্টিং প্রেস স্থাপনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু করা হয়। এ উপলক্ষে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পার্টির বগুড়া জেলা সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পার্টির বগুড়া জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আবদুস সালাম বাবু, বসুন্ধরা গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক (কনস্ট্রাকশন) আমান উল্লাহ, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার আজাদ হোসেন, বসুন্ধরা সিমেন্টের রাজশাহী বিভাগের ডিভিশনাল সেলস ম্যানেজার আশিক আহমেদ, ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মাফুজুল ইসলাম রাজ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সভাপতি মাহমুদ শরীফ মিঠু, বাংলাদেশ প্রতিদিন বগুড়ার নিজস্ব প্রতিবেদক আবদুর রহমান টুলু, কালের কণ্ঠের ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ, দিনকাল বগুড়া ব্যুরোর কালাম আজাদ, বগুড়া প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক এইচ আলিম, নির্বাহী সদস্য সাজেদুর রহমান সিজু, সাজ্জাদ হোসেন পল্লব, সাংবাদিক সাখাওয়াত হোসাইন জনি, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের বগুড়া অফিসের স্টাফ করেসপন্ডেন্ট বেলাল হোসেন, ফটো করেসপন্ডেন্ট কাওছার উল্লাহ আরিফ, ফটো সাংবাদিক আল আমিন, এটি বাবু, যুবনেতা সাব্বির আহম্মেদ স্মরণ, ছাত্রলীগ নেতা সজিব সাহা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বসুন্ধরা গ্রুপের কর্ণধারসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সবার প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বগুড়া উত্তরাঞ্চলের প্রবেশদ্বার। এখান থেকে পত্রিকা ছাপা হলে তা দ্রুত পাঠকের হাতে পৌঁছে যাবে। এতে করে এ অঞ্চলে বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান পত্রিকার পাঠকপ্রিয়তা আরও বাড়বে। অতিথিবৃন্দ বসুন্ধরা গ্রুপের পত্রিকায় বগুড়াসহ উত্তরাঞ্চলের সংবাদ আরও বেশি বেশি প্রকাশের আহ্বান জানান।
বাংলাদেশ প্রতিদিনের বগুড়ার নিজস্ব প্রতিবেদক আবদুর রহমান টুলু জানান, প্রেস স্থাপনের জন্য ভবন নির্মাণ কাজ শেষ হলে এখানে উত্তরাঞ্চলের জন্য প্রিন্টিং প্রেস স্থাপন করা হবে। এখান থেকে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পত্রিকাগুলো ছাপা হবে। উত্তরাঞ্চলের পাঠকদের হাতে দ্রুত পত্রিকা পৌঁছাতে কর্তৃপক্ষ বগুড়ায় প্রেস স্থাপনের উদ্যোগ নিয়েছে।