Pre-loader logo

নৌবাহিনীকে অর্ধলক্ষ মাস্ক, ৫ শ পিপিই ও ৭ শ প্যাকেট খাবার দিল বসুন্ধরা

নৌবাহিনীকে অর্ধলক্ষ মাস্ক, ৫ শ পিপিই ও ৭ শ প্যাকেট খাবার দিল বসুন্ধরা

করোনাভাইরাস মোকাবেলায় নৌবাহিনীর কাছে সুরক্ষা সামগ্রী ও খাদ্যপণ্য হস্তান্তর করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
আজ সকালে রাজধানীর নৌবাহিনীর সদর দপ্তরে ৫০ হাজার পিস মাস্ক, ৫০০ পিস পিপিই এবং ৭০০ প্যাকেট খাদ্যপণ্য হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাজভীর।
এসব পণ্য গ্রহণ করেন চিফ অব নেভাল স্টাফ অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.