Pre-loader logo

নোয়াখালীতে বসুন্ধরা এলপি গ্যাসের নিরাপদ নিবাস ক্যাম্পেইন

নোয়াখালীতে বসুন্ধরা এলপি গ্যাসের নিরাপদ নিবাস ক্যাম্পেইন

‘বসুন্ধরা এলপি গ্যাস ব্যবহারের প্রশিক্ষণ নিন, নিরাপদে থাকুন প্রতিদিন’—এ স্লোগানে বসুন্ধরা এলপি গ্যাস জেলা-উপজেলা পর্যায়ে চতুর্থবারের মতো সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু হয়েছে। এলপি গ্যাসের চাহিদা বৃদ্ধিকল্পে এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নারীদের নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী নোয়াখালীর মাইজদী বাজার গ্রীনহল চায়নিজ রেস্টুরেন্টে এক কর্মশালায় উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপিজির হেড অফ ডিভিশন সেলস মীর টি আই ফারুক রিজভী।
তিনি বলেন, ‘সহজ জ্বালানি হিসেবে এলপি গ্যাস খুবই পরিচিত। এর ব্যবহারবিধি অত্যন্ত সহজসাধ্য। এর ব্যবহারের সুবিধা বোঝাতে এই সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অভিনেত্রী দীপা খন্দকার। কর্মশালায় ১০০ জন গৃহিণী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দুপুরে র‌্যাফল ড্র, আপ্যায়ন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.