Pre-loader logo

নির্ভরযোগ্য ডিলার থেকে সিলিন্ডার ক্রয়ের পরামর্শ

নির্ভরযোগ্য ডিলার থেকে সিলিন্ডার ক্রয়ের পরামর্শ

গ্যাস সিলিন্ডারের দুর্ঘটনা প্রতিরোধ ও গ্যাস ব্যবহারে জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী নিরাপদ নিবাস ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে বসুন্ধরা এলপি গ্যাস। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার রাজধানীর মিরপুর-১-এর সিটি মহল চায়নিজ রেস্টুরেন্টে বসুন্ধরা এলপি গ্যাসের উদ্যোগে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে ৪৫ জন গৃহিণী অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএলপিজিএল ও এসআইসিএলের (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, বিএলপিজিএল ও এসআইসিএলের (জিএম সেলস) মীর টি আই ফারুক প্রমুখ। এতে বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষে আরো উপস্থিত ছিলেন ডিভিশনাল ম্যানেজার আহাম্মেদ আলি রিপন, মিরপুরের পরিবেশক মো. জাহিদুর রাহমান ও অন্য স্থানীয় ব্যক্তিরা।
বক্তারা বলেন, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ গ্যাস রিফিলিং করে এলপি গ্যাস বাজারজাত করছে। এর ফলে সিলিন্ডার লিকেজ ও দুর্ঘটনার সম্ভাবনা প্রতিনিয়ত বাড়ছে। অবৈধ রিফিলিং রোধে কম্পানি, ব্যবসায়ী ও ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি এর বিপক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.