দিনাজপুরে বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল

দিনাজপুরের পর্যটন মোটেলে বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর অঞ্চলের শতাধিক পরিবেশক ও রিটেইলার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব ডিভিশন-মার্কেটিং অ্যান্ড সেলস মীর টি আই ফারুক রিজভি।
তিনি পরিবেশকদের রাষ্ট্রীয় নীতিমালা মেনে চলে সবার জন্য নিরাপদ এবং পরিবেশবান্ধব ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান।
এ ছাড়া অসাধু লোভাতুর চক্র যেন ব্যবসায়ীদের প্রতারিত করতে না পারে সেদিকে গুরুত্বারোপ করেন। আপ্যায়ন ও শুভেচ্ছা উপহার বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।