Pre-loader logo

তিন দিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বসুন্ধরার হাসপাতাল

তিন দিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বসুন্ধরার হাসপাতাল

করোনা আক্রান্তের চিকিৎসায় ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) তৈরি হচ্ছে দেশের সবচেয়ে বড় অস্থায়ী হাসপাতাল। সেখানে এখন চলছে শেষ পর্যায়ের কাজ। এরই মধ্যে রোগীদের সেবার জন্য ৭৫০টি শয্যা প্রস্তুত হয়ে গেছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আইসিসিবির পুরো হাসপাতাল প্রাঙ্গণ স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। গতকাল শুক্রবার হাসপাতাল প্রাঙ্গণে নিয়মিত ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এমএম জসীম উদ্দিন। হাসপাতালের নির্মাণকাজের সার্বিক অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের ২০৮৪টি বেড তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে। তবে প্রয়োজন হলে এটিকে পাঁচ হাজারে উন্নীত করা সম্ভব। এরই মধ্যে ৭৫০টি বেড প্রস্তুত হয়েছে। এর মধ্যে শেড এলাকায় ৫০০টি এবং বাকি ২০০টি কনভেনশন হলগুলোতে। বাকিগুলো আগামী দুই থেকে তিন দিনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে।’


স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হাসপাতাল হস্তান্তরের বিষয়ে জসীম উদ্দিন বলেন, ‘আমাদের বাকি কাজগুলো সম্পন্ন করা আর দুই থেকে তিন দিনের ব্যাপার। এগুলো হয়ে গেলে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এটি হস্তান্তর করব। এরপর স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং আইসিসিবি কর্র্তৃপক্ষ একসঙ্গে মিটিংয়ে বসবে। সেখানে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে।’


স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ঢাকা সিটি বিভাগ) মো. মাসুদুল আলম হাসপাতালের নির্মাণকাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘প্রায় এক হাজার বেড প্রস্তুত আপনারা জানেন। বেশিরভাগই স্থাপন (৭৫০) করা হয়ে গেছে। বাকি এক হাজার বেডও এখানেই আছে। কার্পেট বিছানো হলে সেগুলোও এখানে বসিয়ে দেওয়া হবে। দুদিন বৃষ্টি ও ঝড়ের কারণে কাজ কিছুটা বিলম্বিত হয়েছে। তবুও নতুন করে কোনো গোলযোগ না হলে এ মাসের শেষ নাগাদই আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করতে পারব বলে আশা রাখছি। তারপর তারা তাদের লজিস্টিক সাপোর্টের ওপর ভিত্তি করে কবে নাগাদ এটা চালু করা যায় ভাববে। তাদেরও নিশ্চয়ই পরিকল্পনা আছে এ নিয়ে।’

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.