ঢাকায় আসছে ইন্দোনেশিয়ার ‘কাবাব তুর্কি’

বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় বিশ্বখ্যাত ‘কাবাব তুর্কি’ এবার ঢাকায় আসছে। রাজধানীর ১০টি স্থানে আউটলেট হতে যাচ্ছে এই ইন্দোনেশিয়ান কোম্পানির। শনিবার এ উপলক্ষে বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান ও বাবা রাফি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা হেন্দি সেতিয়োনো চুক্তিতে সই করেন। ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের ডেইলি সানের কনফারেন্স রুমে এ চুক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়- ঢাকার বনানী, গুলশান, ধানমণ্ডি, বেইলি রোড, বসুন্ধরা সিটি ও বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন পূর্বাচল তিনশ’ ফুট মহাসড়ক ঘেঁষে কাবাব তুর্কির আউটলেট খোলা হবে।
বর্তমানে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, চীন, নেদারল্যান্ডস, শ্রীলংকাসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১২শ’ আউটলেট রয়েছে কাবাব তুর্কির। বাংলাদেশে কাবাব তুর্কি মানুষের মন কাড়বে বলে প্রত্যাশা করছে কোম্পানির কর্মকর্তারা। এতে অনেক মানুষের কর্মসংস্থানও হবে।
চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাবা রাফির আন্তর্জাতিক ব্যবস্থাপক পোয়েত্রো লিগাদ ওয়ান্দরিরোসহ উভয় গ্র“পের কর্মকর্তারা।