Pre-loader logo

ডিজিএমএসকে ১০০ পিপিই দিয়েছে বসুন্ধরা গ্রুপ

ডিজিএমএসকে ১০০ পিপিই দিয়েছে বসুন্ধরা গ্রুপ

করোনাভাইরাস সংকট মোকাবিলায় সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরকে (ডিজিএমএস) এক হাজার পিপিই ও ৫০ হাজার মাস্ক সরবরাহ করেছে দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গতকাল বুধবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ডিজিএমএসের মহাপরিচালক মেজর জেনারেল মো. ফসিউর রহমানের কাছে পিপিই ও মাস্ক হস্তান্তর করেন।
এ সময় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাজভীর ও উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার খান উপস্থিত ছিলেন। ডিজিএমএসের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. এনায়েত উল্ল্যাহ, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের কনসালট্যান্ট ডেন্টাল সার্জন জেনারেল মেজর জেনারেল গোলাম মহীউদ্দীন চৌধুরী, কনসালট্যান্ট সার্জন জেনারেল মো. মাহবুবুর রহমান এবং কনসালট্যান্ট ফিজিশিয়ান জেনারেল মেজর জেনারেল মো. আজিজুল ইসলাম।
পিপিই ও মাস্ক হস্তান্তরের সময় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, করোনাভাইরাস মোকাবিলায় প্রয়োজন হলে ভবিষ্যতে আরও সহযোগিতা দেওয়া হবে। বসুন্ধরা গ্রুপ করোনাভাইরাসের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারকে সহায়তার অংশ হিসেবে পাঁচ হাজার শয্যার হাসপাতাল তৈরিতে সহযোগিতা করতে যাচ্ছে।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.