Pre-loader logo

ডিএমপিকে ৫০ হাজার মাস্ক দিল বসুন্ধরা গ্রুপ

ডিএমপিকে ৫০ হাজার মাস্ক দিল বসুন্ধরা গ্রুপ

ঢাকা: প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় এবার ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) ৫০ হাজার মাস্ক দিল দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।
মঙ্গলবার (০৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে ৫০ হাজার মাস্ক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।
মাস্ক হস্তান্তর পর্ব শেষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর উপস্থিত সাংবাদিকদের বলেন, এটা পাবলিক পারপাসের জন্য। আমরা যেমন চাইলে, বসুন্ধরা গ্রুপ পাবলিক ফাংশন করি না, আমরা ব্যবসায়ী মানুষ। এটা সংস্থা দিয়েই ডিস্ট্রিবিউশন করতে হবে। এটাই আমাদের উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য নেই।
তিনি বলেন, এগুলো (মাস্ক) পাবলিকদের জন্য। যারা এ সংস্থাতে (পুলিশ) কাজ করে এরা যদি সেফ থাকে কারণ এরা সেফ না থাকলে আমরা কেউ সেফ থাকবো না। এদের সেফটির জন্যই আমাদের এ ডিস্ট্রিবিউশন করা।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.