ঝিনাইদহে বসুন্ধরা এলপি গ্যাসের নিরাপদ নিবাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

‘বসুন্ধরার অনুষ্ঠানে ফেরে না কেউ খালি হাতে’ স্লোগানকে ধারণ করে এলপি গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা প্রতিরোধে ও গ্যাস ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বসুন্ধরা এলপি গ্যাসের উদ্যোগে ঝিনাইদহে নিরাপদ নিবাস শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের আহার রেস্টুরেন্টে গৃহিণীদের নিয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএলপিজিএল ও এসআইসিএল (জিএম সেলস) মীর টি আই ফারুক, বসুন্ধরা এলপি গ্যাসের ডিভিশনাল সেলস ম্যানেজার হাবিবুর রহমান, ঝিনাইদহ ব্র্যান্ড বিভাগের পরিবেশক কাজী কামাল আহম্মেদ বাবুসহ স্থানীয় সম্মানিত ব্যক্তিরা। এ সময় বক্তারা বলেন, এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ প্রতিরোধে সর্বাধিক গুরুত্ব দিয়ে বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোকে যথাযথ মান নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি ব্যবহারকারীদের সচেতনতার বিষয়টিও অধিক গুরুত্বপূর্ণ। কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ গ্যাস রিফিলিং করে বাজারজাত করছে। ফলে সিলিন্ডার লিকেজ ও দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। অবৈধ গ্যাস রিফিলিং রোধে কোম্পানি, ব্যবসায়ী ও ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি এর বিপক্ষে জনমত গড়ে তুলতে হবে বলে মত প্রকাশ করেন বক্তারা। অনুষ্ঠানে গৃহিণীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রথম পুরস্কার পান ওয়াহিদা খাতুন, দ্বিতীয় রোকেয়া খাতুন ও তৃতীয় বৃষ্টি খাতুন। এ ছাড়া অনুষ্ঠানে ৪৫ জনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। উল্লেখ্য, করপোরেট দায়বদ্ধতাকে প্রাধান্য দিয়ে বসুন্ধরা এলপি গ্যাস দেশব্যাপী নিরাপত্তা বিষয়ক প্রচারণা নিরাপদ নিবাস ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছে। আগামীকাল ক্যাম্পেইন যশোর জেলায় অনুষ্ঠিত হবে।