Pre-loader logo

ঝিনাইদহে বসুন্ধরা এলপি গ্যাসের নিরাপদ নিবাস ক্যাম্পেইন

ঝিনাইদহে বসুন্ধরা এলপি গ্যাসের নিরাপদ নিবাস ক্যাম্পেইন

ঝিনাইদহ শহরের আহার হোটেলে গতকাল বুধবার এলপি গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা প্রতিরোধ ও এলপি গ্যাস ব্যবহারে গৃহিণীদের নিয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত নিরাপদ নিবাস ক্যাম্পেইনে গৃহিণীদের নিরাপদে গ্যাস ব্যবহার নিয়ে আলোচনা করেন বিএলপিজিএল ও এসআইসিএলের জেনারেল ম্যানেজার (সেলস) মীর টি আই ফারুক। এ ছাড়া বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষে উপস্থিত ছিলেন ডিভিশনাল সেলস ম্যানেজার মো. হাবিবুর রহমান হাবিব, ব্র্যান্ড বিভাগের মো. আরিফ সিদ্দিক ও বসুন্ধরা গ্যাসের ঝিনাইদহের পরিবেশক কাজী কামাল বাবুসহ স্থানীয় ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা সাম্প্রতিক সময়ে এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণ এবং প্রতিকারের বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তাঁদের অভিমত ব্যক্ত করেন। তাঁরা জানান, এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ প্রতিরোধে বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর যথাযথ মান নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যবহারকারীদের সচেতনতার বিষয়টি অধিক গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে ভোক্তাদের কেবল স্বীকৃত ডিলার/রিটেইলার পয়েন্ট থেকে সিলিন্ডার ক্রয়ের পরামর্শ দেওয়া হয়। ক্যাম্পেইন শেষে বসুন্ধরা এলপি গ্যাস ব্যবহারকারী গৃহিণীদের নিয়ে এক র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার পান ঝিনাইদহ পৌর এলাকার ভুটিয়ারগাতি গ্রামের গৃহিণী রোকেয়া খাতুন। এ ছাড়া অংশগ্রহণকারী সব গৃহিণীকে বসুন্ধরা এলপি গ্যাসের পক্ষ থেকে উপহার দেওয়া হয়।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.