চাঁদপুরে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ইফতার অনুষ্ঠিত

চাঁদপুরের প্রেস ক্লাবে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজের (বাল্ক সেলস) আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভোগ্য পণ্যের স্বনামধন্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের বাল্ক সেলসের প্রধান রেদোয়ানুর রহমান। এ ছাড়া বাল্ক সেলসের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইফতার উপলক্ষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে রেদোয়ানুর রহমান আগত অতিথিদের শুভেচ্ছা জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি বসুন্ধরা আগামী দিনে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে এর পণ্য বাংলাদেশের মানুষের কাছে কিভাবে আরো জনপ্রিয় করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বসুন্ধরা কর্তৃপক্ষ থেকে ব্যবসায়ীদের রাষ্ট্রীয় নীতিমালা মেনে চলে সবার জন্য নিরাপদ এবং পরিবেশবান্ধব ব্যবসায় পরিচালনা করার আহ্বান জানানো হয়।