গ্যাস সিলিন্ডার ব্যবহারের কৌশল শিখলেন গৃহিণীরা

বসুন্ধরা এলপি গ্যাসের উদ্যোগে রাজধানীর মিরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘নিরাপদ নিবাস’ কর্মসূচি। গতকাল মিরপুর ১ নম্বরে স্বাধীন বাংলা সুপার মার্কেটের একটি রেস্টুরেন্টে এলপি গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা প্রতিরোধ ও এলপি গ্যাস ব্যবহারবিষয়ক জনসচেতনতা বৃদ্ধির জন্য এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এলপি গ্যাস একটি বিস্ফোরক জাতীয় পদার্থ। এজন্য এলপি গ্যাস নিরাপদে ব্যবহার করা আবশ্যক। ব্যবহারের অবশ্যই রেগুলেটরের সুইচ বন্ধ করে সূর্যের আলো, বৃষ্টি এবং তাপ থেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে। ব্যবহারের পরে অবশ্যই সিলিন্ডারের সেফটি ক্যাপ লাগিয়ে রাখতে হবে। অনুমোদিত ডিস্ট্রিবিউটর বা ডিলারের কাছ থেকে সিলিন্ডার কিনতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএলপিজিএল ও এসআইসিএলের বিভাগীয় প্রধান (অপারেশন) জাহিদুল ইসলাম, বিএলপিজিএল ও এসআইসিএলের জিএম (সেলস) মীর টি আই ফারুক, বসুন্ধরা এলপি গ্যাসের ব্র্যান্ড বিভাগের প্রধান আরিফ সিদ্দিক, বসুন্ধরা এলপি গ্যাসের ডিভিশনাল ম্যানেজার আহমেদ আলি রিপন, মিরপুরের পরিবেশক জাহিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রথম পুরস্কার পেয়েছেন কল্যাণপুরের গৃহিণী ফাতিমা, দ্বিতীয় পুরস্কার গ্যাসসহ বসুন্ধরা এলপি গ্যাস সিলিন্ডার পেয়েছেন তোলারবাগের মিনা আনসারী। আর তৃতীয় পুরস্কার একটি ডাবল গ্যাস বারনার পেয়েছেন কল্যাণপুরের বিউটি বেগম। অনুষ্ঠানে জানানো হয়- গাজীপুর, বগুড়া, নাটোর, দিনাজপুর, নওগাঁ, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, কুষ্টিয়া, ঝিনাইদহ ও যশোরে নিরাপদ নিবাস কর্মসূচি পালিত হয়েছে। পর্যায়ক্রমে দেশব্যাপী এই কর্মসূচি পালিত হবে।