গাজীপুর, শরীয়তপুর ও কুষ্টিয়ায় বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের ইফতার

গাজীপুর, শরীয়তপুর ও কুষ্টিয়ায় গতকাল বুধবার বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে পরিবেশক, রিটেইলারসহ স্থানীয় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
গাজীপুর : গাজীপুরে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গতকাল শহরের শিববাড়ী এলাকায় সেভেন স্টার চায়নিজ অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের ময়মনসিংহ বিভাগীয় সেলস ইনচার্জ মো. আতিকুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন গাজীপুরের এরিয়া সেলস ম্যানেজার মো. জাহাঙ্গীর হোসাইন। ইফতার মাহফিলে গাজীপুর জেলার বসুন্ধরা সিমেন্টের সব ডিস্ট্রিবিউটর এবং প্রায় শতাধিক রিটেইলার, ইঞ্জিনিয়ার, রাজমিস্ত্রি ও বসুন্ধরা সিমেন্টের গাজীপুরে কর্মরত সব কর্মকর্তা উপস্থিত ছিলেন।
শরীয়তপুর : শরীয়তপুরে গতকাল বসুন্ধরা সিমেন্টের ইফতার ও দোয়া মাহফিল শহরের ভোজন বাড়ি রেস্টুরেন্ট চায়নিজ অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ডিভিশন বসুন্ধরা সিমেন্ট ডিভিশনাল সেলস ইনচার্জ (ডিএসআই) মো. বিপ্লব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাদারীপুর এরিয়া সেলস ম্যানেজার মো. মাহমুদুর রহমান, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন আহম্মেদ প্রমুখ।
কুষ্টিয়া : কুষ্টিয়া শহরের পৌর অডিটরিয়ামে গতকাল বসুন্ধরা সিমেন্ট ও কিং ব্র্যান্ড সিমেন্টের কুষ্টিয়া অঞ্চলের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের খুলনা বিভাগীয় সেলস ম্যানেজার জিয়াউর রহমান, কিং ব্র্যান্ড সিমেন্টের খুলনা বিভাগীয় সেলস ম্যানেজার নুরুল ইসলাম প্রমুখ।