গাজীপুরে বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল

গাজীপুরে গতকাল বসুন্ধরা এলপি গ্যাসের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহরের সোনার তরী কমিউনিটি সেন্টারে ইফতারে উপস্থিত ছিলেন শতাধিক পরিবেশক ও রিটেইলার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব ডিভিশন (মার্কেটিং অ্যান্ড সেলস) মীর টি আই ফারুক রিজভি এবং বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট (সেক্টর এ) জেড এম আহমেদ প্রিন্স। প্রধান অতিথি পরিবেশকদের রাষ্ট্রীয় নীতিমালা মেনে চলে সবার জন্য নিরাপদ ও পরিবেশবান্ধব ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান। তিনি বলেন, বসুন্ধরা সবার সঙ্গে সুদৃঢ় সম্পর্ক স্থাপনে বদ্ধপরিকর। আর সে জন্যই বসুন্ধরা এলপি গ্যাস আজ এক বিশাল পরিবার। সবার সহযোগিতা ও ভালবাসার কারণেই আমরা দেশের এক নম্বর এলপি গ্যাস ব্র্যান্ড’। তিনি অসাধু লোভাতুর চক্র যেন ব্যবসায়ীদের প্রতারিত করতে না পারে সেদিকে গুরুত্বারোপ করেন।