খুলনায় বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের ইফতার মাহফিল

খুলনার সিটি ইন হোটেলে গতকাল মঙ্গলবার বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজের (বাল্ক সেলস) আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভোগ্য পণ্যের স্বনামধন্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের বাল্ক সেলসের কর্মকর্তা। ইফতার উপলক্ষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের আন্তরিক শুভেচ্ছা জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বসুন্ধরা কর্তৃপক্ষ থেকে ব্যবসায়ীদের রাষ্ট্রীয় নীতিমালা মেনে চলে সবার জন্য নিরাপদ এবং পরিবেশবান্ধব ব্যবসায় পরিচালনা করার আহ্বান জানানো হয়। এ ছাড়া অসাধু লোভাতুর চক্র যেন ব্যবসায়ীদের প্রতারিত করতে না পারে সেদিকে গুরুত্বারোপ করা হয়। আপ্যায়ন ও শুভেচ্ছা উপহার বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।