Pre-loader logo

কুমিল্লায় বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের ইফতার মাহফিল

কুমিল্লায় বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের ইফতার মাহফিল

কুমিল্লায় বসুন্ধরা ও কিং ব্র্যান্ড সিমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন কুমিল্লার মিয়ামী হোটেল কনভেনশন সেন্টারে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে তিন শতাধিক ডিলার, রিটেইলার ইঞ্জিনিয়ারসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের চিফ মার্কেটিং অফিসার (সিমেন্ট সেক্টর) খন্দকার কিংশুক হোসাইন। বিশেষ অতিথি ছিলেন আশিকুর রহমান আশিক (এজিএম ব্র্যান্ড, বিআইসিএল), বসুন্ধরা গ্রুপের মার্কেটিং ফাংশন ম্যানেজার (সিমেন্ট সেক্টর) মোহাম্মদ সাইফুল ইসলাম রুবেল, খন্দকার তাজরুল হাসান (এজিএম, চিটাগাং উইং), শামীম আল মামুন (ম্যানেজার ব্র্যান্ড, এমসিএমএল), মোহাম্মদ আলী খান (ডিএসএম, বিআইসিএল) মাসুদুর রহমান (ডিএসএম, এমসিএমএল) প্রমুখ।
ইফতার মাহফিলের আগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দেশ ও মুসলিম উম্মাহের শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.