কালের কণ্ঠ অনলাইন ইংরেজি ভার্সনের যাত্রা শুরু আজ

কালের কণ্ঠ’র অনলাইন সংস্করণের ইংরেজি ভার্সনের যাত্রা শুরু হচ্ছে আজ শনিবার। বসুন্ধরা গ্রুপ ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন।
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান কালের কণ্ঠ অনলাইন কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক এবং নিউজ টোয়েন্টিফোর টিভি ও ক্যাপিটাল এফএমের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠ’র নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, নিউজ টোয়েন্টিফোর টিভির নির্বাহী পরিচালক (অপারেশন্স) হাসনাইন খুরশেদ, ক্যাপিটাল এফএমের নির্বাহী পরিচালক মেহেদী মালেক সজীব প্রমুখ উপস্থিত থাকবেন।
অনলাইন ইংরেজি ভার্সনের সূচনা প্রসঙ্গে কালের কণ্ঠ’র নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল বলেন, ‘দেশের সহযোগী দৈনিকগুলো তাদের ইংরেজি ভার্সন চালু করেছে, বাকিরাও অপেক্ষায় আছে। আমরা অনেক
আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম, যা আজ বাস্তবে রূপ নিতে যাচ্ছে।’ তিনি আরো বলেন, ‘এটা বাংলাদেশ ও বাঙালিকে বিশ্বসমাজে আরো ব্যাপকভাবে তুলে ধরতে ভূমিকা রাখবে।’
অনলাইন ইংরেজি ভার্সনের আত্মপ্রকাশে বিরামহীন উৎসাহ দেওয়ার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, বিশেষ করে ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান কালের কণ্ঠ’র নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল।
অনলাইন ইনচার্জ আহ্সান কবীর বলেন, ‘প্রাণের ভাষা মাতৃভাষার সমান্তরালে সবচেয়ে প্রভাবশালী আন্তর্জাতিক ভাষা ইংরেজি মাধ্যমেও এখন কালের কণ্ঠ’র সংবাদ ও ফিচার পড়তে পারবে সারা বিশ্বের পাঠক।’
২০১০ সালের ১০ জানুয়ারি প্রকাশের পর থেকে কালের কণ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠক-হৃদয় জয় করে এগিয়ে চলেছে সামনের দিকে। দেশে দৈনিক পত্রিকাগুলোর মধ্যে প্রচারসংখ্যায় কালের কণ্ঠ’র অবস্থান তৃতীয়। এ ছাড়া দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণের ক্ষেত্রে কালের কণ্ঠ
(www.kalerkantho.com) পাঠকপ্রিয়তায় দ্বিতীয় স্থানে রয়েছে। এর ফেসবুক ফলোয়ারের সংখ্যা প্রায় ৭০ লাখ।