Pre-loader logo

কক্সবাজারে বসুন্ধরা এলপি গ্যাসের পরিবেশক সম্মেলন

কক্সবাজারে বসুন্ধরা এলপি গ্যাসের পরিবেশক সম্মেলন

কক্সবাজারের হোটেল রয়েল টিউলিপে গতকাল আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা এলপি গ্যাসের পরিবেশক সম্মেলন ‘স্বর্ণালি দিন’। এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। তিনি সেরা পরিবেশক-২০১৭সহ অন্যান্য পুরস্কার তুলে দেন বিজয়ীদের হাতে। তিনি বলেন, ‘আজ বসুন্ধরা কেন নাম্বার ওয়ান? কারণ, যারা এর সঙ্গে আছেন এবং যারা পেছনে থেকে কাজ করছেন সবাই যার যার স্থানে নাম্বার ওয়ান। ভবিষ্যতেও যেন আমরা এই নাম্বার ওয়ানের ধারাবাহিকতা বজায় রাখতে পারি সেজন্য সবার সহযোগিতা কামনা করছি।’ বসুন্ধরা এলপিজির হেড অব সেলস মীর টি আই ফারুক রিজভির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম এম জসীম উদ্দীন, মাহাবুব আলম, জেড এম আহমেদ প্রিন্স, মোস্তাফিজুর রহমান, চৌধুরী এ কে শামসুদ্দিন আহমেদ, জাকারিয়া জালাল প্রমুখ। এ ছাড়া বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা এবং চট্টগ্রাম, কুমিল্লা বিভাগ থেকে আড়াই শতাধিক পরিবেশক ও তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ আয়োজনে সাগরপাড়ে বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রমের ব্যবস্থা করা হয়।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.