Pre-loader logo

ওয়াজেদ গাজীকে বসুন্ধরা কিংসের অনুদান

ওয়াজেদ গাজীকে বসুন্ধরা কিংসের অনুদান

ওয়াজেদ গাজী দেশের ফুটবলামোদীদের কাছে পরিচিত এক নাম। জাতীয় ফুটবল দলের সাবেক কোচ চার দশকে কোচিং করিয়েছেন ওয়ান্ডারার্স, ভিক্টোরিয়া, আরামবাগ, ব্রাদার্স ইউনিয়ন, শেখ রাসেল ক্লাব, বিজেএমসিকে। জীবনের শেষ প্রান্তে এসে তিনি আজ বিনা চিকিৎসায় মৃত্যুপথযাত্রী। সুচিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়েও সাড়া পাননি। দেশের কিংবদন্তিতুল্য এই ফুটবল কোচের চিকিৎসায় এগিয়ে এসেছে বসুন্ধরা কিংস। গতকাল যশোর ওয়াজেদ গাজীর হাতে তুলে দেওয়া হয় এক লাখ টাকার চেক। একই সঙ্গে ঢাকায় সর্বাধুনিক চিকিৎসারও আশ্বাস দিয়েছে। দেওয়া হয়েছে বসুন্ধরা কিংসের পক্ষ থেকে। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবটির সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজ, যশোর জেলা ক্রীড়া সংস্থার ইয়াকুব কবীর, এবিএম আকতারুজ্জামান, বিটিভির ক্রীড়া ধারাভাষ্যকার কুমার কল্যাণ, বসুন্ধরা কিংসের খেলোয়াড় মান্নাফ রাব্বি, জাতীয় দলের সাবেক ফুটবলার খাইরুজ্জামান বাবু, সৈয়দ মাসুক হাসান সাথী প্রমুখ।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.