এলপি গ্যাস বিষয়ে সচেতনামূলক সেমিনার অনুষ্ঠিত

এল.পি. গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে অহরহ প্রাণ হারাচ্ছে মানুষ। ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ। এসব দূর্ঘটনা রোধে এবং ভোক্তাদের মাঝে এল.পি. গ্যাস বিষয়ে সচেতনতা তৈরি করার লক্ষ্যে গতকাল জাতীয় প্রেস ক্লাবে প্রেস কনফারেন্সের আয়োজন করে বসুন্ধরা এল.পি. গ্যাস লিঃ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক অধ্যাপক ড. সৈয়দা সুলতানা রাজিয়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লিবিয়ার ন্যাশনাল ওয়েল কর্পোরেশনের প্রাক্তন পেট্রোলিয়াম কনসালটেন্ট প্রকৌশলী এস.টি. জামিল, এনার্জি ও সেফটি বিশেষজ্ঞ প্রকৌশলী এম.এ রহিম। এছাড়া বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধ গ্যাস রিফিলিং করে এল. পি. গ্যাস বাজারজাত করছে। এর ফলে সিলিন্ডার লিকেজ ও দূর্ঘটনার আশঙ্কা প্রতিনিয়ত বাড়ছে। অবৈধ রিফিলিং রোধে বক্তারা কোম্পানী, ব্যবসায়ি ও ভোক্তাদের দৃষ্টি আকর্ষনের পাশাপাশি এর বিপক্ষে জনমত গড়ে তোলার আহবান জানান। একইসঙ্গে স্বীকৃত ডিলার বা রিটেইলার পয়েন্ট থেকে সিলিন্ডার ক্রয়ের পরামর্শ দেন বক্তারা।