Pre-loader logo

‘এফ-১০৬৯৫২’ নং কুপন পেল টাটা ইন্ডিগো গাড়ি

‘এফ-১০৬৯৫২’ নং কুপন পেল টাটা ইন্ডিগো গাড়ি

দিনব্যাপী জমজমাট আয়োজনে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বিপণন প্রতিষ্ঠান বসুন্ধরা সিটি শপিং মলের ১৯তম গ্র্যান্ড ঈদ র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। বর্ণিল এ আয়োজনে ৮টি মেগা ও ৯৭টি সুপার পুরস্কারসহ মোট ১০৫টি পুরস্কার জিতেছেন ১৪ জুন থেকে ২৮ জুলাই পর্যন্ত বসুন্ধরা শপিং মলে কেনাকাটা করতে আসা সৌভাগ্যবান ক্রেতারা। এতে প্রথম পুরস্কার জিতেছেন এফ-১০৬৯৫২, দ্বিতীয় পুরস্কার জিতেছেন কে-২৫৮২৩১ এবং তৃতীয় পুরস্কার জিতেছেন এম-১৫৭৫১৪ নম্বরের কুপনধারী ক্রেতা। এ ছাড়া আরও ১০২টি পুরস্কার জিতেছেন বিভিন্ন ক্রেতা।
গতকাল রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলের এট্রিয়াম প্রাঙ্গণে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড (বিসিডিএল) আয়োজিত ‘ঈদুল ফিতরের র‌্যাফেল ড্র ২০১৪’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নঈম নিজাম বলেন, বসুন্ধরা সিটি বিশ্বের দৃষ্টান্ত। বিদেশ থেকে যারাই অতিথি হিসেবে বাংলাদেশে আসেন, তাদের কাছে অনন্য দৃষ্টান্ত থাকে বসুন্ধরা শপিং মল। এ দৃষ্টান্তের নেপথ্য স ষ্টা ও সফল মানুষ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তিনি নিজে স্বপ্ন দেখেন, অন্যদেরও স্বপ্ন দেখান। দেশের প্রতিটি বড় বড় খাতে সফল বিনিয়োগ করেছে বসুন্ধরা গ্রুপ। বড় কিছু সৃষ্টির জন্য বসুন্ধরা গ্রুপ পাইওনিয়ার। বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের ঊর্ধ্বতন কারিগরি উপদেষ্টা, বিসিডিএল ইনচার্জ টি আই এম লতিফুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দেশবরেণ্য সংগীতশিল্পী খুরশীদ আলম ও বসুন্ধরা সিটি শপিং মল দোকান মালিক সমিতির সভাপতি এম এ হান্নান আজাদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক মো. লিয়াকত হোসেন, বিদ্যুৎকুমার ভৌমিক, বসুন্ধরা সিটির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (প্রশাসন ও নিরাপত্তা) মেজর (অব.) আবুল কালাম আজাদ, বসুন্ধরা সিটি শপিং মল দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ডেইলি সান ও বাংলানিউজটোয়েন্টিফোরডটকম। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে চ্যানেল আই। এর আগে গতকাল  সকালে বসুন্ধরা সিটি শপিং মলের উন্মুুক্ত মঞ্চে এ র‌্যাফেল ড্র পরিচালনা করা হয়। এতে অংশ নেন সহস্রাধিক কুপনধারী। যারা গত ঈদে কমপক্ষে ২০০ টাকার পণ্য কিনেছেন বসুন্ধরা সিটি থেকে। কিউব বক্সের মাধ্যমে অত্যাধুনিক পদ্ধতিতে পরিচালিত এ র‌্যাফেল ড্র অনুষ্ঠান তিনটি বড় প্রজেক্টরের মাধ্যমে সরাসরি প্রদর্শিত হয়। এ জন্য বসুন্ধরা সিটিকে বর্ণিল সাজে সাজানো হয়।  ড্র অনুষ্ঠানের মাঝে মাঝে দেশের খ্যাতনামা শিল্পীরা সংগীত পরিবেশন করেন। শিল্পীদের মধ্যে ছিলেন সায়মন, তমা, জাকিরসহ বেশ কয়েকজন। পুরো অনুষ্ঠানকে উপভোগ্য করার জন্যই বৈচিত্র্য আনা হয় বলে জানান আয়োজকরা। আয়োজকরা জানিয়েছেন, এবার পুরস্কার বিজয়ীরা ৮টি মেগা ও ৯৭ সুপার পুরস্কার পাচ্ছেন। আর্থিক মূল্যে বিবেচনা করলে যার পরিমাণ দাঁড়ায় অর্ধ কোটি টাকার মতো। প্রথম পুরস্কার বিজয়ীর জন্য থাকছে টাটা ইন্ডিগো ১১৯৩ সিসি ব্র্যান্ড নিউ কার। দ্বিতীয় পুরস্কার বিজয়ীর জন্য রয়েছে ডায়মন্ড সেট। তৃতীয় মেগা পুরস্কার হচ্ছে চেরি কিউকিউ-৩ ৮১২ সিসি কার, চতুর্থ ও পশ্চম বিজয়ীর জন্য ৪৩ ইঞ্চি প্রজেক্শন টিভি। ষষ্ঠ পুরস্কার বিজয়ী পাচ্ছেন ৪৭ ইঞ্চি এলইডি টিভি, সপ্তম ও অষ্টম পুরস্কার বিজয়ীর জন্য রয়েছে যথাক্রমে ১২৫ সিটি ফিউশন ও ১০০ সিসি টিভিএস মোটরসাইকেল। এ ছাড়া জেনারেটর, এয়ারকুলার, রেফ্রিজারেটর, মোবাইল ফোন সেট, ইলেকট্রিক ওভেন, ডিনার সেটসহ ৯৭টি সুপার পুরস্কার। বেলা ১১টায় শুরু হওয়া এ বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি হয় বিকাল সোয়া ৫টায়।

Copyright © 2023 Sayem Sobhan Anvir.
All Rights Reserved.