উদ্বোধনের অপেক্ষায় বসুন্ধরা করোনা হাসপাতাল

সব প্রস্তুতি শেষে উদ্বোধনের অপেক্ষায় করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তর থেকে দিন নির্ধারিত হলেই কার্যক্রম শুরু হবে এই হাসপাতালটির। গতকাল আইসিসিবির নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দিন।
তিনি বলেন, আমাদের কাজ শেষ। গত মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের একটি অগ্রগামী দল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি দল পরিদর্শন শেষে তারিখ দিলে সেই দিনই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে। আশা করছি প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করবেন। কাজের অগ্রগতি নিয়ে বলেন, প্রাথমিকভাবে ২ হাজার ১৩ বেড বসানোর লক্ষ্য পূরণ হয়েছে। পরিদর্শক দল নতুন কিছু চাহিদা দিয়েছে। সেগুলো লজিস্টিক বিষয়, খুব অল্প সময়েই তা করে দেওয়া যাবে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. ওসমান সরোয়ার বলেন, আমাদের ৯০ শতাংশের বেশি কাজ শেষ। বাকি কাজ দুই-এক দিনের মধ্যে শেষ হবে।