ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পরিদর্শনে যুক্তরাষ্ট্র দূতাবাস প্রতিনিধিদল

বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কার্যালয় পরিদর্শন করেছে। ঢাকায় বারিধারার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কার্যালয়ে প্রতিনিধিদলটি পৌঁছে দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার নিকোলাস প্যাপের নেতৃত্বে। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।
যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরা নিউজ টোয়েন্টিফোরের সম্মেলন কক্ষে মতবিনিময় করেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর সম্পাদক, নির্বাহী সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে। এতে কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর ও রেডিও ক্যাপিটালের সিইও নঈম নিজাম, ডেইলি সান সম্পাদক এনাম আহমেদ চৌধুরী, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, নিউজ টোয়েন্টিফোরের এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশনস) হাসনাইন খুরশেদ, হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স সামিয়া রহমান, রেডিও ক্যাপিটালের এক্সিকিউটিভ ডিরেক্টর মেহেদী মালেক সজীব প্রমুখ অংশ নেন। তাঁরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।