আশুলিয়ায় বসুন্ধরা সিমেন্টের আয়োজনে ইফতার মাহফিল

রাজধানী ঢাকার উপকণ্ঠ আশুলিয়ায় দেশের অন্যতম বৃহৎ সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্টের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বসুন্ধরা সিমেন্টের পরিবেশক ও রিটেইলারদের অংশগ্রহণে আশুলিয়ার গণকবাড়ী ইনভেস্টর ক্লাব গ্রিনভিউ টার্ভানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের আশুলিয়া-ধামরাইয়ের আঞ্চলিক পরিবেশক ও আমিন ট্রেডিং করপোরেশনের স্বত্বাধিকারী মোহাম্মাদ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের সেলস ইনচার্জ ঢাকা জেলা উইংয়ের পলাশ আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডিভিশন সেলস ম্যানেজার লুত্ফুল হক খসরু। ইফতার ও দোয়া মাহফিলে আশুলিয়া ও ধামরাই অঞ্চলের দুই শতাধিক পরিবেশক ও রিটেইলার অংশ নেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা দেলোয়ার হোসেন। দোয়া মাহফিলে পরিবেশক ও রিটেইলাররা বসুন্ধরা সিমেন্ট, বসুন্ধরা গ্রুপ এবং দেশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সব অতিথিকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সঠিক মান আস্থা নিয়ে আজ সারা দেশে ভোক্তার দোরগোড়ায় বসুন্ধরা সিমেন্ট পৌঁছে গেছে। এ কৃতিত্ব শুধু আমাদের একার নয়, আমাদের সম্মানিত পরিবেশক ও রিটেইলারদের অবদান অনেক বেশি। তিনি আরো বলেন, আগামী দিনগুলোতে বসুন্ধরা সিমেন্ট সহজলভ্যতা ও ভোক্তাদের আস্থা ধরে রাখাই হবে আমাদের প্রধান লক্ষ্য।’