আশুলিয়ায় বসুন্ধরা সিমেন্টের ইফতার মাহফিল

আশুলিয়ায় দেশের অন্যতম বৃহৎ সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্টের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বসুন্ধরা সিমেন্টের আশুলিয়া এলাকার পরিবেশক ও রিটেইলারদের অংশগ্রহণে জামগড়ায় অবস্থিত ফ্যান্টাসি কিংডমের লিয়া রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা অঞ্চলের বসুন্ধরা সিমেন্টের ডিভিশন সেলস ম্যানেজার লুত্ফুল হক খসরু। এরিয়া সেলস ম্যানেজার রাজু আহমেদের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বসুন্ধরা সিমেন্টের অত্র এলাকার বসুন্ধরা সিমেন্টের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মো. শাহজালালসহ বসুন্ধরা সিমেন্টের ডিলার ও খুচরা ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে আশুলিয়া অঞ্চলের দেড় শতাধিক পরিবেশক ও রিটেইলার অংশ নেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন গাজীরচট মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক।